পোস্টস

কবিতা

আহ্বান

৭ নভেম্বর ২০২৪

অনিরুদ্ধ রনি

 

হে দেশবাসী 
এসো সব শত্রুতা ভেদাভেদ ভুলি
হিংসা বক্রতা দু'পায়েতে দলি,
বুকে বুক বেঁধে করি কোলাকুলি 
হাতে হাত রেখে একসাথে চলি,
অার সমুস্বরে বলি মুখে নিয়ে হাসি 
অামরা সবাই বাংলাদেশী।

 

হিন্দু মুসলিম খৃষ্টান জাতি উপ জাতি 
অার নয় হিংস্র উল্লাসে রক্তে মাতামাতি, 
ধর্মে বর্নে অার নয় যুদ্ধ 
জ্ঞান সাধনায় হবো অাত্মশুদ্ধ,
এক স্রষ্টার সৃষ্টি ধারায় 
প্রেম বাঁধনে বাঁধবো সবাই, 
ধনী গরীবের ভেদ রেখা তুলে 
কালো ও ধলোর অহমিকা ভুলে, 
এক অাকাশের নীচে করি বসবাস 
নয় কটূক্তি নয় কোন উপহাস, 
ব্যথার ব্যথী হবো দুঃখের সাথী হবো 
ভুলে যাবো পিছনের সব রেষারেষি 
সমুস্বরে বলবো মুখে নিয়ে হাসি 
অামরা সবাই বাংলাদেশী।

 

হ্নদয়ে হ্নদয়ে খুলে জ্ঞানের পাঠশালা 
অালোয়ভরিয়ে ভূবন ঘুচাবো অাঁধার,জ্বালা 
শহীদের স্মৃতি বুকে ধরে 
সোনার বাংলা যাবো গড়ে, 
দূর্নীতি ঘুষ খুন ধর্ষণ 
বিবেকের তাড়নায় করে বর্জন, 
হবো সবাই দেশ প্রেমিক সাধু স্বদেশী 
বিধি নিষেধের দেয়াল ভেঙে ফেলে 
ভরাবো এদেশ পূণ্যের ফসলে, 
অস্ত্র ফেলে কলম তুলে নেবে যতো সন্ত্রাসী
হাতে হাত রেখে 
কাঁধে কাঁধ রেখে, 
এক কাতারে দাঁড়াবে মজুর কুলি চাষী
সমুস্বরে বলবো মুখে নিয়ে হাসি 
অামরা সবাই বাংলাদেশী।

 

অনিরুদ্ধ রনি