Posts

গল্প

লাশ

November 8, 2024

borhun uddin

বিয়ের আট মাস পর নোমান বিদেশে পাড়ি জমায়। স্ত্রী মনি তখন দু'মাসের অন্তঃসত্ত্বা। সন্তানকে নিয়ে সে স্বপ্নের জাল বুনতে শুরু করে। অবশেষে ছেলে সন্তানের বাবা হয়। ছেলের নাম রাখা হয় অামিন।দিনেদিনে বড় হতে থাকে সে। দেখতে দেখতে ছেলের বয়স তিন বছর হলো। বাবার সাথে ফোনে কথাও বলে। বাবা বলেছিলেন, ক'দিন পরই দেশে ফিরবেন। আমিন সেই আনন্দে বিমোহিত। 


 

ক'দিন পরের ঘটনা।

সকালে ঘুম ভাঙলে মাকে ডেকে বলে, 

- আজ আব্বু আসবেন।

নাতির কথা শুনে দাদু বলেন, 

- তুমি নিশ্চয় স্বপ্নে দেখেছো।

ঠিক তখনি গেইটে ঠকঠক আওয়াজ হয়। আমিন একদৌড়ে উঠোনে বেরিয়ে আসে । পিছেপিছে দাদু, মাও অাসেন। উঠোনে খোলা কফিনের পাশে দাঁড়িয়ে অাছেন গ্রামের লোকজন। কফিনের মধ্যে বাবাকে শুয়ে থাকতে দেখে বলে ওঠে, 

"আব্বু, সকাল হয়েছে, আর কত ঘুমাবে?"

 সময় অতিক্রম করে। অাশপাশে মা, দাদুসহ উপস্থিত সবাইকে কাঁদতে দেখে আমিনও গগনবিদারী আর্তনাদ শুরু করে। 

Comments

    Please login to post comment. Login