Posts

গল্প

বাক্স

November 8, 2024

borhun uddin

বেশ ক'দিন কেটে গেছে। স্কুল খোলার কথা থাকলেও তা আর হলোনা। সারাদেশ লকডাউন। এদেশেও হানা দিল, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস। মিনু তেমন ঘরের বাইরে বেরোয় না। টেলিভিশন দেখেই সময় কাটায়। 

একদিন মিনু তার ঘরে কিছু একটা করছে। মেয়ে ঘরে আছে দেখে মা নিশ্চিন্তে কাজ করেন। এদিকে মিনু মোটা কাগজের একটা বাক্স তৈরি করে। মিনু ছুটে যায় দাদুর কাছে। মিনুর হাতে বাক্সটি দেখে দাদু। সেই বাক্সের চারপাশে লেখা "হতদরিদ্রদের জন্যে দান করুন"। দাদু অবাক হয়ে বলেন।

- এটা কিসের। আমাদেরতো সামর্থ্য আছে। 

- আমার জন্য নয় দাদু। দেখোনা কত লোকজন এই দুর্দিনে আহার করতে পারছেনা। আমিতো তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। 

Comments

    Please login to post comment. Login