পোস্টস

কবিতা

বারান্দায় বাঘ, রয়েল বেঙ্গল

৮ নভেম্বর ২০২৪

শরৎ চৌধুরী

 

বারান্দায় বাঘ, রয়েল বেঙ্গল
গ্রীলের ওপারে দেখছে আকাশ
চোদ্দতলার উপর থেকে আকাশ বাতাস
লোমের কাছে আভাস দেয়, জেনেটিক অরণ্যের

খুন! খুন! খুন! বলে চিৎকার
নীচে জড়ো হয় গুটগুটি মানুষের দল
ভীষণ উদ্বেগ, ভীষণ চঞ্চল, প্রায় বিপ্লব!
যেন ছোট ছোট স্বমেহন সেশন শেষ করে 
গাড়ী-পাখি-গাছ-রেস্টুরেন্ট-সামাজিক দায়
কারোরই আর একা লাগে না
(এবং) সমুদ্রে বালির মধ্যে চোখ পর্যন্ত
ঢুকেভিজে থাকতে চায় বছরে ২ বার

অথচ শুক্রবারে প্রথম যন্ত্রণা, একান্ত প্রার্থনা
ছুটির দিনে
সকালের বাথরুমটা ক্লিয়ার হোক।

 

শরৎ চৌধুরী, ৮ই নভেম্বর, হাতির ঝিল, ঢাকা। ২০২৪।