Posts

কবিতা

জনসভা

November 8, 2024

শাহাদাত সুফল - Shahadat Supol

জনসভা 
---শাহাদাত সুফল


বিশাল জনসভায়
কোন এক উত্তেজিত বিকেল বেলায়
নিরীহ মানুষের ভীড়ে
দেখা যদি যায় এক সবুজ সকাল,
উড়ে যাবে দোয়েলের নিরেট শাখা
শোনা যাবে সাদাকালো জীবনের গান;
হয়তো সেদিনের বিকেলবেলা
বিকেলের মতো ঠিক থাকবে না খুব-
সকালের সমারোহ দেখবে সকলে,
সকালের সমারোহ দেখবে মানুষ।
সেদিনের আকাশের খুশীর প্রভেদ
থাকবে না মানুষের-পাখিদের নামের তাসিরে ,
থাকবে না ফুলেদের-ফলেদের দ্যামাগ ঠিক নারীর মতোন;
দেখা যাবে সেদিনের আকাশে- তারার মিছিল;
দেখা যাবে সেদিনের কোলাহলে পুকুরের স্বচ্ছ সলীল-
আনন্দে মেতে আছে বুকে তার নেই যেন কাতল মাছের চলাচল;
কোন এক বিকেলের বিশাল জনসভায়।
 

রচনাকালঃ
২২-১২-২০২২ খ্রীঃ।

Comments

    Please login to post comment. Login