Posts

কবিতা

গোলটেবিল

November 8, 2024

শাহাদাত সুফল - Shahadat Supol

73
View

গোলটেবিল
---শাহাদাত সুফল

ভালো আর মন্দের উচ্চারণে-
নিরপেক্ষ দেশপ্রেমিক পড়েছে দোটানায়।
স্ব স্ব বিস্তারে ভাঙছে অক্ষর
তবু সংকটের সীমানা আকাশে;
বেদনার নীলাভ ছোঁয়া- 
শোকের মাতমে ভুলে গেছে হারানো কৈশোরের স্মৃতি; 
এখন তার যৌবনকাল। 
অগ্রগতির সুর বইছে গলায়- 
বজ্রপাতের মতো ঝরছে বাণী,
উন্নয়নের ধারা অব্যাহত 
তবু সংকটের সীমানা আকাশে; 
আনন্দ ইতিহাস চেতনার রঙিন মলাটে বাঁধা- 
পরপর সাজানো পোশাক পরিহিত দুর্লভ মানুষ।
স্যাঁতস্যাঁতে উঠোনের এককোণে 
দাঁড়ানো পুরুষের- বেকসুর খালাসে ফোটে 
তার সন্তানের মুখে দূর্বিনীত হাসি।
দোয়েলের ঠোঁটের মতো জীবনে আসে করুণ ইতিহাস!
স্বহাস্যের মানস এক উড়নচণ্ডি যাযাবর 
পাখা ঝাপটায় গোলটেবিলের আলোচনায়।

রচনাকালঃ
২০-০৮-২০২১ ইং।

Comments

    Please login to post comment. Login