এসবই নাকি আমার মতিভ্রম, কথাটা বলেছিলেন আমার সেই ডায়েটিশিয়ানের এক সাইকিয়াট্রিস্ট বন্ধু। একদিন তারা দু'জন মিলে আমার ইন্টারোগেশন নিচ্ছিলেন। আমি অবশ্য সেদিন নরমাল এ্যাপয়েন্ট নিতেই তার কাছে গিয়েছিলাম। হঠাৎ আমাদের কথার মাঝে তার বন্ধু এসে উপস্থিত হন। আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি বললেন, আমার বন্ধু। ও খুব ভালো সাইকিয়াট্রিস্ট, পুরুষের মেন্টাল হেলথ নিয়ে পি এইচ ডি করেছেন। আপনি চাইলে ফ্রীতে আপনার একটা পরীক্ষা করতে পারি। এতে অবশ্য আপনি আপনার ডিপ্রেশন থেকে কিছুটা রিলিফ পাবেন।