Posts

কবিতা

আঁতরের ঘ্রাণমাখা ফুলগাছ | শাহাদাত সুফল

November 8, 2024

শাহাদাত সুফল - Shahadat Supol

115
View

আঁতরের ঘ্রাণমাখা ফুলগাছ
---শাহাদাত সুফল

কবিতা আমাকে যা দিতে পারে
তা হলো- 
বাবার কবরের পাশে 
ভেসে আসা আযানের ধ্বনি,
মায়ের পাঁজরের ব্যথা নিয়ে শীতের রাতে 
ঘুম থেকে জেগে ওঠা ফজরের জায়নামাজ
আর আমার মুখ দিয়ে বের হওয়া দোয়া
রাব্বীর হামহুমা কা'মা রাব্বাইয়ানী সাগীরা; 
অতঃপর ছেলের দোয়া যেন বাবার কবরের পাশে 
জেগে ওঠে আঁতরের ঘ্রাণমাখা ফুলগাছ হয়ে;

রচনাকালঃ
২৬-১০-২০২২ ইং।

লেখক: কবি ও সংবিধান গবেষক 

Comments

    Please login to post comment. Login

  • HASAN JR 1 week ago

    অসাধারণ কবিতা। অব্যাহত থাকুক এমন লেখা।