নাগরিক জীবনের একপেশে
গল্প, আর বেচে থাকার প্রহসন-
পাশ কাটিয়ে; দেখি যখন
যেভাবে নিয়ন-আলো নেমে আসে
শীতের রাতের কুয়াশা ভেদে
তেমনই নামতে চাই আমি
নিচে-আরো-নিচে; কি করে থামি
বলো গুপ্তাশার রাজটিকায়। অনুরোধে
বিষ্পবাষ্প পুঞ্জিভুত মেঘ
আর রুদ্ধশ্বাস বায়ুতে আমি
থাকতে চাইনা তাই নিচে নামি
খুঁজি আগামীতে,
হারানো গত আবেগ।
খোলা প্রান্তরে ঘুগড়ার ডাকের মতো
স্বাধীন শ্বাসের আবেগ;
আবার ফিরে আসি তবু-
তোমাদের ঘিন্জি-মায়া শহরে,
পাশ টানে-নিশিত রাতে
প্রেমিকার চুম্বনের চুম্বকে।
ঠিক আগের মতই!!
24
View