Posts

চিন্তা

তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ

May 13, 2024

Shamimul Haque

Original Author অনিকেত শামীম

410
View
অবশেষে প্রকাশিত হলো বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে ১০৪ তরুণ কবির কবিতা নিয়ে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’। 

সংকলনটির প্রকাশনা উপলক্ষ্যে আগামী ১৮ মে, শনিবার, বিকেল ৪.৩০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসব। 

উক্ত উৎসব উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিক সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা। 

এছাড়া সংকলনভুক্ত ১০৪ তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।

তারুণ্যের এই উৎসবে আপনার উপস্থিতি আমাদেরকে প্রাণিত করে তুলবে।

সংকলনভুক্ত ১০৪জন কবির তালিকা এখানে সংযুক্ত করা হলো।

Comments

    Please login to post comment. Login