Posts

কবিতা

চিন্তা

November 10, 2024

Mohsin Bai

44
View

চিন্তা যে মনে আসে,
তবে শান্তি কোথায় পায়,
অজানা পথে ঘুরে বেড়ায়,
মন তখন একা হয়ে যায়।

নিরবী জীবন যুদ্ধে হেরে,
অথচ মনের দ্বারে কড়া বাজে,
চিন্তা মাঝে মাঝে চুরি করে,
স্বপ্নের আনন্দ ছিনিয়ে নেয়।

চিন্তা যেন এক অন্ধকার পথ,
যেখানে আলো পেতে দেরি হয়,
কিন্তু যখন হারিয়ে যায় সমস্ত কিছু,
তখন জানা যায়, শান্তি তখনই মেলে।

যতই চিন্তা আমাদের অস্থির করুক,
মন যদি শান্তি খোঁজে,
অথচ কষ্টে ভরা এই পথে,
চিন্তা হবে একদিন হ্রাসে।

শেষে একদিন ঠিকই বুঝি,
চিন্তা নয়, মনের শান্তি
জীবনের আসল সার্থকতা,
যেখানে চিন্তা আর নয় কোনো বাধা।

Comments

    Please login to post comment. Login