Posts

কবিতা

আমার পথ

November 10, 2024

Mohsin Bai

107
View

আমার পথ একেবারে নির্জন,
কেউ নাই, কেও নেই,
চলতে চলতে আমি হোঁচট খাই,
কিন্তু থেমে যাই না, আমি ফিরে দাঁড়াই।

চিন্তা-ভাবনা নানা প্রশ্নে,
হৃদয়ে অনেক কষ্ট, দুঃখে,
তবু আমি আমার পথেই হাঁটি,
হীনতায় গোপন সুখ খুঁজে পাই।

নির্বিচারে ছুটে চলি,
স্বপ্নের পথে নতুন চিহ্ন এঁকে,
কেউ বা বলবে, “এ পথ ভুল!”
আমি জানি, এই পথ আমারই।

যতই মেঘ ঘনীভূত হোক,
তবে থামবো না, আমার মন স্থির,
একদিন ঠিকই পৌঁছাবো আমি,
নিজের ঠিকানা, সঠিক দিগন্তে।

Comments

    Please login to post comment. Login