আবুল মিঞা
বোরহান উদ্দিন
আবুল মিঞা নামটি তাহার ভিষণ রাগী সে।
মেজাজ খানা আর সহেনা তেড়ে আসে সে।
রাগের কারণ জানতো এমন লোকটি হবে কে?
আবুল মিঞার বন্ধু ছিল কাসেম হবে সে।
আবুল মিঞার সামনে কাসেম যেই না বলছে কুক,
লাঠি হাতে তেড়ে আসে ধড়ফড় করে বুক।
বয়স তাহার পঞ্চাশ হবে বিয়ে হয়নি তার,
হয়নি কেনো কইতে যাবে সাধ্যি আছে কার?
আবুল মিঞার হাঁটার কথা বলবো কি আর ভাই,
এতোই জোরে ছুটতো আবুল সাথ ধরার কেউ নাই।
বুকের নিচে প্যান্টটা বাঁধে লাগায় তাতে বেল,
বোকার মতো দেখতে লাগে বললেই দেখায় খেল।
ঢিলেঢালা শার্টটি তাহার গুঁজে প্যান্টের তল,
চিকনচাকন মানুষ হলেও দেখায় অনেক বল।
সবুজ শার্টের কলার জুড়ে বাঁধে গলায় টাই,
কালো রঙের টাই পরে তার ভালো লাগা চাই।