ভাবি ভাবি, তবু ভাবি না যে ভাবছি তোমারে।
আমি মিছে ডুব মেরে জলেতে খুঁজিগো কারে!
যে জন আছেই তারে কেন খুঁজি কি সে কারন
যতই বলি চিনি আমি চেনে না আজও মন।
প্রদ্বীপ জ্বালায়ে আঁধার আলোতে জপোনা সে নাম
তবুতো আরোধী শ্বাস বায়ুতে মেটাও সে দাম
প্রতি প্রশ্বাসের ভাবনা যে গো তবে কেন আলাদা
আধো আলোতে অঞ্জলী মনে নিভৃতে তব কাঁদা,
আমারই আমারই জানো তুমি আমারই সে জন
আছে; মুখে তবু কি দ্বিধা চেনাও কারে অচিন।
মনে আর মুখে কত পথ ওরে কত সময় দূরে,
মিলবে কি কভু জীবনের পথে মিলবে কি সুরে
সময়ের তান; যদি হারাই তবু না মেলে
ভাবনা-কথায় ভেতরে-বাহিরে পথে-কালে।
জানিগো তবু তোমায় বৃথা নয় সে খোঁজা
পাব জানলে স্বাদ কি তাতে দ্বিধা থাকলেই মজা।
রাতের ঘুম সদাই জেগে স্বপ্নে ঘুমায়ে রই
তবু সে স্বপ্ন খুঁজে পাইনা ঘুমেই স্বপ্ন-সই।
45
View