Posts

কবিতা

তানহা; অদৃশ্য হিরণের নৃত্যে

November 10, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

45
View

অদৃশ্য হিরণের নৃত্য

রাত পেরিয়ে,
তোমার নাম ডেকে যায় সময়,
কিন্তু তুমি থাকো না কোথাও।
শুধু একটি সাদা প্রান্তর—
যেখানে শব্দগুলো রঙ বদলায়,
এবং চাঁদ হঠাৎ হয়ে ওঠে
একটা তামার পাত্রের ভেতর ঘোরানো সুর।

পৃথিবীটি ঝুলছে সিমেন্টের আকাশে,
আর তুমি দৃষ্টি মেলে দেখো
বিলবোর্ডের আড়ালে লুকানো শহর।
তাতে কিছু নেই,
কেবল উড়ন্ত ঘুড়ির মতো হারানো মন।
কিন্তু কীভাবে সে আবার ফিরে আসে,
ভেঙে পড়ে আমাদের ভিতরে?

এখন সব কিছু ভাসছে,
একটি ব্যর্থ সিঁড়ির মতো,
যেখানে আমরা ওপরে উঠতে পারি না,
তবে অনুভূতিগুলো
চোখের কোণে সাঁতার কাটছে,
যারা নিজেদের মতো
প্রতিটি কণ্ঠস্বর হারিয়ে যায়।

এই শহরের ভাষা এখন ভুল,
তবু প্রত্যেক কোণে তুমি,
তোমার চুলে ঝুলে থাকা
অদৃশ্য সুরের রঙে।
কতবার তুমি ফিরে আসো,
অথবা তুমি কখনো চলে যাওনি,
শুধু সময়ের ভেতর
এক পাতা, এক মুগ্ধতার গল্প।

তোমার নিঃশ্বাসে আমি দেখি
একটা শহর,
যেখানে কেউ কাউকে চেনে না,
কিন্তু সবাই জানে—
ভালবাসা কখনো হারায় না,
তবে সে উড়ে যায়
অন্তহীন দিগন্তের কাছে,
যেখানে হিরণের নাচ
আর কখনো থামে না।

Comments

    Please login to post comment. Login