বইকে ঘিরেই কুঞ্জের মূল থিম। কুঞ্জ কর্ণধার নিজেও একজন নিমগ্ন পাঠক। তাই কর্মক্ষেত্রেও প্রাধান্য দিতে ভুলেননি গ্রন্থকে। ঐতিহাসিক সি আর বি'র সবুজে নৈসর্গিক পর্বতে যেন, ক্ষীণ জ্ঞান বৃক্ষ রূপে ডালপালা মেলতে শুরু করেছে কুঞ্জ। বই প্রেমিরাও তাই ভীড় জমাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যে মাঝে চায়ের সাথে সাথে জ্ঞান তৃষ্ণা মেটাতে। সমকালীন নগরে এমন জায়গা পাওয়ায় দুষ্কর, যেখানে চায়ের সঙ্গে মনোরম প্রকৃতিক দৃশ্য একি সাথে গ্রন্থরাজ্যে বিচরণ।