পোস্টস

গল্প

গল্প

১১ নভেম্বর ২০২৪

Tanzeem Abdullah

মূল লেখক মো: তানজিম আবদুল্লাহ

প্রিয় প্রাপ্তম আশা করি ভালই আছো, আমিও ভালো আছি। 
জেমন রেখে গিয়েছ ঠিক তেমনি আছি, তফাত একটায় তখন তোমার সাথে বাচতাম আজ 
তোমায় ছারা বাচি তখন তোমায় ভালো বাসতাম,
আজ নিজেকে বাসি, বদলেগেছে অনেক কিছুই 
বদলায়নি তুমার সাথে কাটানু সৃতির মুহুর্ত গুলো 
যা আজও রোজ রাতে তারা করে বেরায় আমাকে,
আমি রাগলে তুমি বলতে এটা রাগ নয়, এটা 
হচ্ছে তুমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি।
তুমি ভুল ছিলে, জদি এতটায় ভালোবাসতাম,
তবে কেন জিবনে কঠিন সময়ে হাত ছেরে চলে গেলে, জানি তুমার কাছে উত্তর নেই, আমি চাইওনা, সুধু চাই তুমি ভালো থাকো তোমার প্রিয় জন নিয়ে, আর আমি নাহয় আমার প্রিয় জনকে উতসর্গ করে দিলাম তুমার প্রিয় জনের জন্য,
একটিই কথা তার সাথেও এমন কোনো গল্প 
সুরু করনা জার শেস তুমি না করতে পারো,
ভালো থেকো তুমি। 
“ইতি তুমার প্রাপ্তম”।

«ছেরেত গিয়েছয়, তবে এই ভুল ধারনায় বেচনা জেনো,,জে তুমায় আমি এখনো বুকার মতো ভালোবাসি, ভিসন ভাবে ঘৃনা জন্মে গিয়েছে কথাটার উপর