পোস্টস

কবিতা

কুয়াশা মাখা শীতের আগমন :

১১ নভেম্বর ২০২৪

এম ইসমাইল সামাদ

মূল লেখক এম ইসমাইল সামাদ

অনুবাদক না

কুয়াশা মাখা শীতের আগমন 
নীল আকাশে সাদা মেঘের ভেলা,
গাছে গাছে পাতা ঝরার মেলা।
দিগন্ত জুড়ে শিশিরের কণা,
শীতের হাওয়া বয়ে যায় সোনা।

ধানের গন্ধে মাঠ ভরে স্নিগ্ধ,
শীতের আগমনে প্রকৃতি নিঃশব্দ।
শিউলি ফুলে মোড়ানো বাগান,
মৌমাছিরা আসে, মধুতে হয় পাগল।

কুয়াশার চাদরে ঢেকে যায় প্রান্তর,
শীতের সকালে ওঠে সূর্য ধীর।
চড়ুই পাখির গান শুনিয়ে,
শীতের আগমনে প্রকৃতি হাসে নতুন শোভা ছড়িয়ে।