শীতল দীঘির পদ্ম
----------++-------
দুধে আলতা কন্যারে তোর
কাজল কালো চুল,
চোখ দুটো যেন তার
শীতল দীঘির ফুটা পদ্ন ফুল।
বন্ধু যদি হও আমার দিবো
নীল শাড়ি,লাল ছুড়ি আরো
কোমরে পড়াব বিছা,
দেখতে তোমায় লাগবে বেশ
গায়ের বধু একথা নয় মিছা।
জোছনায় ঘেরা চাঁন্দের আলো
আসবে জানি আমার ঘরে
যদি বন্ধু তুমি আস ফিরে।
নীল খামেতে দিলাম চিঠি
দুর দেশের সেই ঠিকানায়
হাতে পেলে দেখো পড়ে
থাক তুমি যত দুর অজানায়।
দুধে আলতা কন্যারে তোর
কাজল কালো চুল,
চোখ দুটো যেন তার
শীতল দীঘির ফুটা পদ্ন ফুল।