পোস্টস

কবিতা

ছড়া: কিশোর আলো

১১ নভেম্বর ২০২৪

আহমেদ সাব্বির

মূল লেখক আহমেদ সাব্বির

ঘুম আমাকে গুম করেছে!

আহমেদ সাব্বির

 

নয়তো এটা ইচ্ছাকৃত কিংবা গোঁয়ার্তুমি

চোখ বন্ধ থাকার কারণ-শত্রু আমার ঘুমই।

 

'ভোর হয়েছে' 'জলদি ওঠো'- আম্মু গেছে ডেকে

কিন্তু ঘুমের রাজ্যে দুটি চোখ রয়েছে ঢেকে।

চোখের পাতায় দুষ্টু আলো নাচছে তাধিন তিনা

কিন্তু আমি বিছনা ছেড়ে উঠতেই পারছি না।

 

চোখের পাতা খুলতে গেলে আসছে দুচোখ বুজে 

ওয়াশরুমটা কোন দিকে হায়! পাচ্ছি না তো খুঁজে।

কোথায় বেসিন? টাওয়েল-টিস্যু, আয়নাটা কোন পাশে! 

ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমাই, পেস্ট মাখিয়ে ব্রাশে।

খাটের গায়ে ধাক্কা খেয়ে সোফার হাতল ধরে

হোঁচট খেয়ে হাঁটতে থাকি এক পা-দু পা করে।

চোখ তখনো ঘুমসাগরে বিভোর আনন্দেতে

মা বলল-'নাশতা রেডি, জলদি এসো খেতে।'

 

'দুষ্টু ছেলে এবার শুলে ধরব চেপে টুটি'

ধড়ফড়িয়ে বিছনা ছাড়ি, ঘুমকে দিয়ে ছুটি।

ঘুম তবুও ভাঙতে নারাজ, এমনই এক পাজি

ঝাপসা চোখে দেখছি প্লেটে সবজি, রুটি, ভাজি।

আম্মু এসে আবার চেঁচায়, চিমটি কাটে নাকে

প্লেট থেকে মুখ তুলে দেখি, ঘুমাচ্ছি কোন ফাঁকে!

 

ঘুম আমাকে গুম করেছে, সন্দেহ নেই এতে

চোখে পানির ঝাপটা দিয়ে আবার বসি খেতে।

আব্বু এসে চোখের পাতা করতে থাকে জুম

বলেন- 'চোখে আটকে আছে তিন শ গ্যালন ঘুম।'

 

সবাই আমার বন্ধু, তবে শত্রু আমার ঘুমই

নয়তো এটা ইচ্ছাকৃত কিংবা গোঁয়ার্তুমি।