Posts

কবিতা

ফেলে যাই সব

November 11, 2024

মোহাম্মদ বিলাল

ফেলে যাই সব

মোহাম্মদ বিলাল

গাছপালা, হাট-বাজার, নদী ও বন্দর

ফেলে যাই সব

শিমুলতুলোর মতো ছড়ানো দৃশ্যের ভেতর

সাঁতার কাটি দিনরাত

কৈশোরের কেয়াবন হতে আজকাল

দুপুর বেলাতেই ধূপের গন্ধে 

শিয়ালের দল কেমন অস্তির হয়ে থাকে

ফেলে যাই সব--করনার কালে

যেতে যেতে বলি, ভালো থেকো মানুষ

বাবার হাতের তসবির মতো মমতায় রাখো,

রাখো মায়ের উদরের মতো ফলজ ।

Comments

    Please login to post comment. Login