মাটিলেপা ঘর
মোহাম্মদ বিলাল
মাটিলেপা ঘর
সেখানেই মা থাকেন
আমি থাকি দালানকোঠায়
তার ছায়া এখানে পড়ে না
অয়ি, মা, মৃন্ময়ী
আমাকে গ্রহণ করো
তোমার মাঝে মিশে যাই
ধুলায় ধুলায়
‘মিনহা খালাকনাকুম’
অয়ি, মা, মৃন্ময়ী
আমাকে মিশিয়ে নাও তোমার উদরে
‘ওয়া ফিহা নুয়িদুকুম’
ওমা, মা, মৃন্ময়ী
আমাকে শুষে নাও
‘ওয়া ফি হা নুখরিজুকুম তারাতান উখরা’
ওমা, মৃন্ময়ী
আমায় যতনে নবজাতকের মতো
জড়িয়ে রাখো উষ্ণ আদরে।