হতাশতাকে কী দিয়ে প্রকাশ করা যায়? গভীর সমুদ্র (যার গভীরে আছে অন্ধকারের উপর অন্ধকার) না কী নিকষকালো মেঘ।
নিকোষ কালো মেঘই হয়তো হতাশতার বর্ণনার সহায়ক।মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর দ্বারা আমাদের মনের হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠা এক একটা আইডিয়াকে বুঝায়,যেটা অবশ্য কোনো দিন আর করা হয়ে উঠে না।
প্রতিটা মেঘের পরই বৃষ্টি দিয়ে হতাশতা মুছে হৃদয়ে আনে সজিবতা,অথবা বৃষ্টি না হয়ে মেঘ কেটে জীবনে নিয়ে আসে একগুচ্ছ সোনালী অধ্যায়।
তবে আমার হতাশতাকে আমি সমুদ্রের গভীর অন্ধকারকেই মনে করি,যার আলোর মুখ দেখার কোনো উপায় নাই।