কবি নির্মলেন্দু গুণ বাংলাদেশের জনপ্রিয় একজন কবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি অনেক উৎকৃষ্ট কবিতা লিখেছেন। এজন্য তাকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) অনিকেত শামীম তার ফেসবুকে এবং ফিকশন ফ্যাক্টরিতে একটি পোস্ট লিখে এই ঘোষণা দেন।
সম্প্রতি অনিকেত শামীম সম্পাদিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে ১০৪ জন তরুণ কবির কবিতা নিয়ে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশিত হয়েছে।
সংকলনটির প্রকাশনা উপলক্ষ্যে ১৮ মে, শনিবার, বিকেল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।
ফিকশন ফ্যাক্টরিতে তিনি লিখেছেন, “এই উৎসব উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিক সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা।"
তিনি জানিয়েছেন, সংকলনভুক্ত ১০৪ জন তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।
সম্প্রতি অনিকেত শামীম সম্পাদিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে ১০৪ জন তরুণ কবির কবিতা নিয়ে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশিত হয়েছে।
সংকলনটির প্রকাশনা উপলক্ষ্যে ১৮ মে, শনিবার, বিকেল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।
ফিকশন ফ্যাক্টরিতে তিনি লিখেছেন, “এই উৎসব উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিক সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা।"
তিনি জানিয়েছেন, সংকলনভুক্ত ১০৪ জন তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।