পোস্টস

কবিতা

ময়লা ওয়ালা

১৩ নভেম্বর ২০২৪

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

টিং টিং টিং টিং
'ময়লা দেবেন ভাই ময়লা!'
এই পল্লিতে আগে দেখিনি আজ কি তোমার পয়লা?
জ্বি জনাব আজই পয়লা, নিবো ময়লা গাড়ি আছে পাছে।
দেখে লাগে ভদ্র পল্লীর। টাকা কি নাই কাছে?
নয়তো তুমি কেনো এলে এত লজ্জার কাজে।
লজ্জা কিসের ভাইটি আমার! কাজে লজ্জা নাই।
নতুন রূপে সাজাতে দেশ ময়লা নিতে যাই।
পরিষ্কার করে দেশ গড়ি এতে কিসের লাজ।
কথায় তোমার যুক্তি আছে, ইশ শিক্ষার ভারি অভাব!
শিক্ষা যদি থাকত তোমার, জন্মাতো প্রভাব।
পড়াশোনা অনেক করেছি পরে নিয়েছি কাজ।
কে বলেছে শিক্ষিত লোকের কাজে থাকবে লাজ?
কাজ হবে শ্রদ্ধা আর দেশপ্রেম দিয়ে পূর্ন।
যেনো মজদুর গর্বে খায়, নিজ পেশার অন্য!
আমায় দেখুন, দেশ গড়ছি, সাজাচ্ছি সুবর্ণ!
জ্ঞানি ছেলের কিসের লজ্জা, দেশ গোছানোর জন্য।
আবর্জনা করবে যারা মরবে তারা লাজে।
আমি মরব গর্বের সাথে, দেশ দেখবো নতুন সাজে।