নাম, বংশ ও সম্পদ দিয়ে কোনো কাজ হবে না।যদি না আপনি মুমিন হতে পারেন।
বংশগত কৌলিন্য দেখিয়ে, চেহারার সৌন্দর্য দেখিয়ে,আর এই সমস্ত পিতার পরিচয় দিয়ে, ভাইয়ের পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়া যাবে না।আল্লাহ বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি।বিভিন্ন ভাষা, বংশ,গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে জানতে পারো।তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে দামী,সম্মানিত যে বান্দাগুলো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় ও সম্মান করে।ইমান হলো সবচেয়ে বড় দৌলত। মুমিন বান্দা তো সেই যে অহংকার থেকে নিজেকে নিরাপদ রেখেছে। যে কেউ অহংকার যত বেশি প্রদর্শন করবেন জান্নাতের দূরত্ব তার থেকে বৃদ্ধি পেতে থাকবে এবং জাহান্নাম নিকটবর্তী হয়ে যাবে। যদি না বান্দা তওবাকারী হয়।কেননা কোনো অহংকারী বান্দা জান্নাতে প্রবেশ করবে না।আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে অহংকার মুক্ত থাকার তাওফিক দান করুন।আমিন