পোস্টস

নন ফিকশন

ঊনপঞ্চাশ বায়ু (প্রিমিয়াম)

১৪ মে ২০২৪

হুমায়রা আফরোজ

মূল লেখক হুমায়রা আফরোজ

তোমায় ভালোবাসার পরেও ভালোবাসি বলার সাধ জাগে না,
মনে হয় কথাটা খুব করে গোপন রাখি মনে।
কেউ জেনে গেলেই বরং বিলবোর্ডে ছেয়ে যাবে ঢাকার আকাশ!

কী এক গোপন ব্যথা- মাথায় আর চোখে
তোমার অস্পষ্ট অবয়ব; হাসি, কৌতুক সবমিলে ঝিঁঝিঁ রব তোলে মুহুর্মুহু। হয়ত তুমি জানো না আমার এই দশ দশা!

অথবা তুমিও জেনে গেছো - আমাকে জানানো যাবে না তোমার সাতসমুদ্র-তেরো নদীর রহস্য।
থাকুক নাহয় গোপন ব্যথা গোপনে, কথা না হোক, দেখা না হোক, না হোক আলাপ অবসরে।
তুমি থাকো আমার ঊনত্রিশের ঊনপঞ্চাশ বায়ু হয়ে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।