আমিতো ছিলাম, তোমার না ধরা
পুর্ব দিগন্তে উদিয়মান সূর্যটা,
যা কি না সময়ের পরিক্রমে
ঠিকই গোধুলি লগ্নে,
ম্লান হয়ে ডুবে যেতো।
হয়তো বলবে " পাখির ডাকে,
শিশির শুকাতে আবর্তিত হবে
আবার তুমি "।
হয়তো তাই, কিন্তু সেই অধরাই তো
থেকে যেতাম আমি ' তুমি।
তাইতো হারিয়ে গেছি আমি,
তোমার ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য।
সাথে নিয়ে গেলাম আমার কষ্টের সাথে,
তোমার জমানো কষ্টগুলো।
তুমি শুধু ভালো থেকো প্রিয়তমা।
শুধু ভালো থেকো।
১৫/১১/১৭