তুমি আছো বলে
""""""""""""""""""""""
শুধু তুমি আছো বলে,
তোমায় নিয়ে,
মনের ক্যানভাসে,
যতো কল্পনা মোর ভাসে।
ইচ্ছে নদীর যতো স্রোত
বয়ে যায় মোর দেহে।
শিরা উপশিরা ধমনীর মাঝে
শুধুই শিহরণ জাগে।
শুধু তুমি আছো বলে।
লাল নীল যতো সবুজ দিয়ে,
প্রজাপতিরা সব সাঁজে,
আমার স্বপ্নগুলো ডানা মেলে,
আজ তারি সাথে খেলা করে।
করোটির ভিতর বয়ে চলে,
আজব যতো খেলা,
তোমার গলায় পরাবো বলে
তারা দিয়ে গাঁথি মালা।
আমার মনের ক্যানভাসে
অনেক কথাই ভাসে,
সবিই তো তোমায় নিয়ে আজ
ভালোবাসার কথা বলে।
This is a premium post.