পোস্টস

কবিতা

প্রভাতের আলোয় আমরা :

১৪ নভেম্বর ২০২৪

এম ইসমাইল সামাদ

মূল লেখক এম ইসমাইল সামাদ

অনুবাদক না

সকাল যখন আসে নীরবতা ভেঙে,
আলোর ছোঁয়ায় জেগে ওঠে সব কিছু;
সূর্যের প্রথম কিরণ আলতো ছুঁয়ে যায়,
ঘাসের ওপরে জমে থাকা শিশির বিন্দু।

সকালের এই মোহনায় নতুন দিনের গান,
আকাশে পাখিদের ডানা মেলে মুক্তির প্রতিধ্বনি।
মেঘেরা আকাশের বুক ছুঁয়ে চলে,
বাতাসে ভেসে আসে প্রভাতের তাজা সুবাস।

রাস্তার ধারে কাঁচা ফুলের দোকান,
বকুল আর হাসনাহেনার মিষ্টি গন্ধ।
ফুলের টোকরি হাতে ছুটে চলে বিক্রেতারা,
নতুন দিনের রঙ মিশে যায় জীবনের গল্পে।

জীবনের নানা মায়া কাটিয়ে মানুষ,
প্রতিদিন উঠে দাঁড়ায় স্বপ্নের ঘুড়ি উড়িয়ে।
জীবন যেন এই সকালের মতো—
নতুন আশা, নতুন লক্ষ্য নিয়ে।