Posts

গল্প

এক মুঠো আলো

November 14, 2024

মিতু মনি

117
View

মেয়েটার কি হয়েছে সে নিজেই জানে না।সে বুঝতে পারে না তার কেনো এমন লাগে।সে কি অসুস্থ নাকি অন্য কিছু। নাকি তার মন খারাপ ? একটু খানিতেই কান্না চলে আসে।প্রচন্ড জেদ হয় খুব রাগ হয়।কারোর সাথে মিশতে,কথা বলতে ইচ্ছা করে না।শুধু বিষণ্ণ,বিষণ্ণ লাগে।খেতে ইচ্ছা করে না , ঘুমাতেও ইচ্ছা করে না।

বাবা মা মেয়ের এমন অস্বাভাবিক আচরণে চিন্তিত হয়ে পড়ে।সে তো এমন ছিলো না।

এমন সময় তার মা রিয়াকে কল করে বলে বাসায় আসতে।

এবার পরিচয় দেওয়া যাক গল্পের নায়কা হচ্ছে নিলাদৃতা নীলা,সবাই আদর করে নীলা বলে ডাকে।

তার বড় আপু রিয়া।সে বিবাহিত । তারা তিন ভাই বোন ।বড় দুই ভাই বোনের আদরের বোন নীলা।

তো তাদের মা রিয়াকে সব কিছু খুলে বললো।শোনা মাত্রই রিয়া বাড়িতে আসার জন্য রওনা দিলো।

বাড়িতে আসার পর সবার সাথে কথা বলার পর নীলার রুমে গেলো তারপর যা দেখলো……

Comments

    Please login to post comment. Login