Posts

পোস্ট

ছোট মানসিকতা

November 14, 2024

জান্নাতুল ফেরদৌস

125
View

ফিকশন ফ্যাক্টরির সকল মেম্বারদেরকে উদ্দেশ্য করে কিছু  বলতে চাই। এখানে সবাই সবার প্রতিভাকে কাজে লাগিয়ে কিছু করতে চায়। আমি আপনি সবাই। কেউ যদি কোন সাপোর্ট না করে তাহলে এই প্রতিভা এই পর্যন্তই থেকে যাবে।

 যদি কেউ কারো কোন কাজের একটু প্রশংসা করে। তাহলে সে মানুষটার কাজ করার উৎস আরো বেড়ে যায়। ইচ্ছে, মনোবল , সাহস সবকিছুই বৃদ্ধি পায়। এখানে এক এক জন মানুষ এক এক রকম। যে যার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে ছোট ছোট গল্প, উপন্যাস, কবিতা লিখে পোস্ট করে। তো সেটা যদি আমরা একটু সাপোর্ট করি, তাহলে তো আমাদের কোন ক্ষতি হচ্ছে না।তাছাড়া অন্য কাউকে সাপোর্ট করলে নিজেও সাপোর্ট পাওয়া যায়‌। সবাইকে নিয়ে জিতে যাওয়ার আনন্দটাই অন্যরকম।

কথাগুলো ভুল ভাবে নেবেন না কেউ। যদি কথাগুলোর মাঝে কোন ভুল থেকে থাকে, আমাকে ক্ষমা করবেন।

Comments

    Please login to post comment. Login