Posts

নিউজ

সংস্কৃতি উপদেষ্টা: সোহরাওয়ার্দী উদ্যানেই হবে একুশে বইমেলা, কোনো ঝামেলা হবে না

November 14, 2024

নিউজ ফ্যাক্টরি

96
View

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই আগামী বছরের একুশে বইমেলা অনুষ্টিত হবে। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন। 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলা একাডেমির কাছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে। সেখানে একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে করার জন্য বলা হয়েছে।     

এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, 'গতকাল অনেকগুলো পত্রিকায় এই খবর পড়েছি। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছিলাম। গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সচিব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও এর সঙ্গে জড়িত রয়েছে। ফলে ওই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গেও আমাদের কথা হয়েছে।'      

ফারুকী বলেছেন, 'আমি শুধু আপনাদের এটুকু বলতে পারি যে আমরা একটা ইতিবাচক খবর আশা করতে পারি। বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে। কোনো ঝামেলা হবে না।'  

Comments

    Please login to post comment. Login