পোস্টস

কবিতা

যুগসন্ধি ক্ষণ (প্রিমিয়াম)

১৫ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

যুগসন্ধি ক্ষণে।

লিংকন

কতো যুগ কেটে গেছে,
কেটে গেছে কতো বছরের পর বছর!
ক্যালেন্ডারের পাতা থেকে দিনগুলো
একে একে খসে পড়েছে,
সময়ের অসীম গহ্বরে!

রাতের আঁধারে জ্বলজ্বলে তারকারাজির মতো
বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিলাম মোরা!
জানা ছিলো না মোদের পরিচয়,
নাম কিংবা ঠিকানা!
ছিলো না মোদের অস্তিত্ব
একে অপরের মাঝে।

অথচ কালের পরিক্রমায়,
সময়ের হাত ধরে আগমন মোদের!
আগমন পদ্মা বিধৌত এ বিদ্যাপীঠে!
এ আগমন যেনো
লক্ষ কোটি বছর আগেই নির্ধারিত।

এই যে পরিচয়,
এই যে দেখা হওয়া,
কথা বলা,
এ যেনো জনম জনমের।

যে বন্ধন আজ নতুন করে সৃষ্টি হলো,
এ যেনো আত্মার সাথে আত্মার,
এ যেনো রক্তের সাথে রক্তের বন্ধন।

সময়ের হাত ধরে
নদীর স্রোতের মতো
আবার মোরা হারিয়ে যাবো ,
হারিয়ে যাবো আপন কর্মের মাঝে!

কষ্ট হবে!
দুঃখ হবে!
হয়তো কোন এক অন্ধকার সন্ধ্যায় অরুন্ধুতির দিকে তাকিয়ে,
বুক ভেদ করে বেড়িয়ে আসবে এক দীর্ঘশ্বাস!

এই যে বিদায়,
এই যে বিচ্ছেদ!
তা শুধু চোখের সাথে চোখে,
সময়ের সাথে সময়ের!

বিশ্বাস,
যে বন্ধন আজ রচিত হলো,
সৃষ্টি হলো যে সম্পর্কের,
তা কখনই নষ্ট হবে না
ধ্বংস হবে না
পাড়ভাঙা নদীর মতো করে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।