Posts

কবিতা

বিষন্ন মন

November 15, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

36
View

বিষণ্ণ মন

লিংকন

কদিন থেকেই কুয়াশা ভরা আকাশ,
শিশিরে স্নাত ভেঁজা বাতাস!

শীতল বাতাস বইছে সেই সকাল থেকেই,
কুয়াশা ঝরছে তো ঝরছেই,
মুক্তদানার মতো করে!

মনে হচ্ছে,
শীত দরজায় কড়া নাড়ছে,
তর সইছে না তার!
অথচ বিষণ্ণ প্রকৃতির মন! 
বিষণ্ণ মন আমার।

ভালো লাগছে না কিছুই,
মন শুধু চাইছে- 
তোমার পরশ পেতে! 
মন চাইছে - তোমার উষ্ণতা নিতে!
গভীর আলিঙ্গনে হারিয়ে যেতে চায় মন!

প্রিয়তম আমার!
শীতের পরিযায়ী পাখীর মতো করে নয়! 
নয় কুয়াশাঝরা শিউলী ফুলের মতো!

তোমায় চাই বটবৃক্ষের মতো করে! 
চাই হিমালয়ের মতো করে! 
চাই প্রশান্ত সাগরের মতো করে!
চাই প্রশস্ত নীল আকাশের মতো করে!

যেখানে বিচরন আমার মুক্ত স্বাধীন হবে।

সকাল থেকেই বিষণ্ণ মন আমার,
বিষণ্ণ মন,
বিষণ্ণ প্রকৃতির মতোই !

Comments

    Please login to post comment. Login