প্রিয়ংবদা (২)
"""""""""""""'""""""""""""
লিংকন
প্রিয়ংবদা, জানি না তুমি কে?
কি বা তোমার পরিচয়?
তুমি কি আকাশ থেকে নেমে আসা,
কিংবা স্বর্গের মনিমুক্তা খঁচিত
প্রসাদ থেকে ধূলার মর্তে,
বেড়াতে আসা কোন অপ্সরী?
জানি না তুমি কে?
তবুও তোমায় যতটুকু দেখেছি চিনেছি,
অপরিণত মন আমার জেনে গেছে,
তুমি কোন সাধারন নও,
অসাধারন অনন্যা তুমি।
তুমি কল্পনার নীল আকাশ,,
তুমি সবুজ দিগন্ত,,,
পূর্ণিমার রূপালী চাঁদ তুমি,,
তুমি পাখির গান,,
হাওয়ায় ভেসে বেড়ানো
সাদা বলাকা তুমি,,,
কোন রূপেই যেনো
মেলানো যায় না তোমায়,
তুমি তোমাতেই অনন্য রূপবতী।
প্রিয়ংবদা,
তুমি জানতে চেয়েও না আর,
শুধু এটুকু জেনো,
আমার হাজারো কষ্টের
উপশম তুমি।
তুমি আমার চোখের তৃপ্তি,
ভালো লাগার সবটুক তুমি।
১৫/১১/১৭