Posts

কবিতা

মায়ের ফোনে খোদার কনফার্মেশন

November 15, 2024

শাহাদাত সুফল - Shahadat Supol

মায়ের ফোনে খোদার কনফার্মেশন
---শাহাদাত সুফল

বাড়ি থেকে যখন ফোন আসে,
বুকের বাঁ পাশে মোচড় দিয়ে ওঠে;
ফোন ধরতে একটু দেরি হয়,
কারণ আমি আকাশের দিকে তাকাইঃ
খোদার থেকে কনফার্মেশন নিই;
যে- মায়ের আবার অসুখ বাড়েনি তো!
ডায়বেটিস ঠিক আছে তো!
ডাক্তারী ভাষায়- ডায়বেটিস নাকি সকল রোগের মা;
এই "মা" যদি আমার মাকে ধরে,
আমার চিন্তা হয়, 
টেনশনে আমার লো-প্রেশার হাই হয়ে যায়;
আমি আকাশের দিকে তাকাই, মনে-মনে বলি
তোমার জিম্মায় আমার মায়ের অসুখ 
সুখে পরিণত করো- খোদা, 
শৈশবে শীতের রাতে আমার প্রস্রাবে ভিজে যাওয়া শাড়ির আঁচল নিয়েও মা যেমন বিরক্ত না হয়ে
নিজে ভেজা জায়গায় শুয়ে 
আমাকে দিতেন উষ্ণতার এন্তেজাম; 
অতঃপর খোদা আমাকে ফোন রিসিভের জন্যে 
এক মারেফতের চিঠি পাঠালেন
উপরে লেখা ছিলো-
"মায়ের ফোনে খোদার কনফার্মেশন";

রচনাকালঃ
১৫-১১-২০২৪ খ্রিঃ।

লেখকঃ কবি ও সংবিধান গবেষক 

Comments

    Please login to post comment. Login