Posts

কবিতা

মুসাফির

November 16, 2024

শাহাদাত সুফল - Shahadat Supol

33
View

মুসাফির
---শাহাদাত সুফল

দিগন্তের কালো মেঘ,
আমায় উড়িয়ে নেবে কোনদিকে, কতোদূর
কোথায় বটের ছায়া উষ্ণ শীতল মাখামাখি;
কোথায় পাখির ঠোঁটে লেগে থাকা দানা
এক তাল- এক লয়ে জিকির করে?
কোথায় শিশিরভেজা ঘাস 
জেগে ওঠে ফজরের আজানের সুরে?
কোথায় রাখাল খোঁজে গাভীর দড়ি-
প্রভাতে দোহন যেন ঠিক হয়, 
মিটে যেন দুধের চাহিদা সকলের;
কোথায় গমের দানা, কোথায় যবের বাটি
উঠোনে বেঁধেছে দল, সমাবেশ শাহজালালের কবুতর।
অমনি চঁড়ুই এসে যোগ দিলো- সমাবেশ করতে সফল!
পরিচয় দিতে গিয়ে প্রলেতারিয়েত বেশে
বলে দিলো- তোমাদের দুনিয়ায় আমি মুসাফির।

রচনাকালঃ
২৬-০৮-২০২২ ইং।
 

লেখকঃ কবি ও সংবিধান গবেষক 

Comments

    Please login to post comment. Login