পোস্টস

নন ফিকশন

একটা তোমার অপেক্ষা

১৪ মে ২০২৪

হুমায়রা আফরোজ

মূল লেখক হুমায়রা আফরোজ



একটা দেবতা দরকার, অথবা প্রেমিক 
নাহয় বন্ধু
যার উপর সমুদ্রের বিশাল ঢেউ হয়ে আছড়ে পড়া যায়, আবার মুহুর্তেই ভাটার টানে চলে যাওয়া যায়।
অথচ এ জোয়ার - ভাটা নিয়ে যার তিলমাত্র আক্ষেপ থাকবে না,
বরং ভাটার পানে তাকিয়ে ভাববে-আবার কখন জোয়ার হবে! 

একটা ভালোবাসা দরকার অথবা হতে পারে বাসা হিসেবে ভালো 
ঠিক যেন বাবুইপাখির ঘর।
তালগাছের চূড়ায় থাকা যাবে ঝুলে, দেখা যাবে আকাশ, ধানের ক্ষেত আর মায়ের হাতের শুকাতে দেওয়া পিঠা! 

একটা মানুষ দরকার, হতে পারে মনের কিংবা প্রাণের
যার সামনে হাসা যায়, অথবা যায় প্রাণ খুলে কাঁদা!
তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা না হলেও প্রাণে বেঁধে রাখা যায়! 

সবশেষে একটা তুমি দরকার 
যে তুমিতে নিষ্কাম মন হাবুডুবু খায় হাঁসের মত।
হয়ত ঘরে রাগ করে তোমার কাছে ছুটে যাওয়া যায়,
তোমায় জড়িয়ে ধরে শরীর-মনের সমস্ত বিষ ঢেলে দেওয়া যায়! 

হে মানব/মানবী,
দেখা কি হবে আদৌ এই জীবন নদীর  মাঝে
নাকি সাঙ্গ হবে সব বেলা ফুরাবার আগে??