Posts

কবিতা

অন্ধকারে জীবন

November 16, 2024

Tarikulislam Rifat

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

162
View

অন্ধকারে সূচনা ভবের, অন্ধকারেই পতন
অন্ধকারেই ঘুরে ঘুরে দিনরাত্রি খতম

রহস্যে তুমি সৃষ্টি, ভেবে দেখ এক মনে
পাগল হয়েছে ঘটে দোষে, পরে ছিল খোদার দৃষ্টি 
ভেবে ভেবে কূলহারাই  নীরবে পাগল মিষ্টি

তবু নাহি পায় খোঁজে তারে, পাগল খোঁজে তারে
জীবনে প্রাণ আসিল, জলে ডুবে প্রাণ আসিল
অদ্ভুত কারুকাজে প্রাণ ভাসিল, জলে তে প্রাণ ভাসিল
বৃদ্ধি করিল কোন পাগল! 
জলেতে নেমে আসিল কোন পাগল!

কে আসিল জলেতে, কে ভাসাইল তোমার প্রাণ!
ভেসে ভেসে হেসে চলিল, কতকাল কত রজনী
ভোগে মজিলে চির জীবনী, খুজিলে পাইতে তুমি
কারিগর নিপুণ, কারিগর নিপুণ আশায়

গড়িছে তোমায় খেলায়, গড়িছে মধুর খেলায়
সহায়ত্বের দিন দিয়েছে, জীবনে মধু দিয়েছে 
জ্ঞানের বান দিয়েছে, জয়ের ও গান দিয়েছে
গানে গানে দিশেহারা পথ ভুলেছে
মানবে পথ ভুলেছে,  রহস্যের গিট খুলিবে কোন পাগলে!
কেমন রহস্য খুলিবে, দেখিবে তুমি তাকে

ভোগে ভোগে গানে গানে, হেটে চলে অন্ধ প্রাণে 
লক্ষ্যহীনে ডুবে পঁচে অন্ধ গর্তে একা নীরবে
মেলা শেষে অন্ধগৃহে, রজনী কত বিনা হিসেবে 
ছুটে চলিবে তোমার পথে।

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
তারিখঃ ১৬/১১/২৪
 

Comments

    Please login to post comment. Login