উত্তাপহীন রক্তের জল, গড়িয়ে পড়ে ফোঁটায় ফোঁটায়
তৃষ্ণায় পান করি তুলে নির্নিমেষ লয়ে
অসংখ্য স্রোত পার হয়ে যায়--
আমি পড়ে আছি পাথরের মত ঠায়!
দ্বিধান্বিত চোখে আমি আমাকে দেখি,
মানুষ নাকি মানুষেতর বা অদ্ভুত কোন প্রাণী
প্রতিবাদ নেই, নেই উচ্চকণ্ঠ অথবা চোখের জ্যোতি
মৃতের মত নির্জীব প্রাণ পান করে যায় অনিবার্য ইতি।