Posts

কবিতা

তোমার বাঁকা হাসি

November 16, 2024

সৌরভ কুমার দেব

240
View

এতো সুন্দর,  ঐ তোমার মুখের বাঁকা হাসি
এ তো হাসি নয় এতো হাসি নয় 
মায়া ভরা চাঁদ তারা রাশি রাশি।। 

অপলকে চাহিলে তব অধর পানে
কি এক ছুয়ে যায় দোলা দেয় হৃদাননে।
আমি মরি হায় আমি মরি হায়
জলে ভাসা পদ্মে হাসা রাশি রাশি।। 

আমারি চোখে ভাসে কালো কাজল রেখা
তোমারি বদনে মহামায়ার রূপ আঁকা।
ঐ দেখা যে যায়, ঐ দেখা যে যায়
অমৃত তামশীত হে রাশি রাশি।। 


কিবা দিবা কিবা রাত্র মলিন মোহ আঁখি।
কিবা স্বপ্ন কিবা সত্য সকলি রহিল একি। 

কোন সে পটে  পটিয়সির নির্মাণ রূপ তাহা
যায় না  সে ভুলা মনোহরের  মায়াময় কায়া।
আমি পারি না, আমি পারি না
সুধাময়ী হাস্যময়ী রাশি রাশি।।

Comments

    Please login to post comment. Login