Posts

নিউজ

গবেষণা-বৃত্তি দিচ্ছে বাংলা একাডেমি, মাসিক বৃত্তি ৩০ হাজার টাকা

November 16, 2024

নিউজ ফ্যাক্টরি

115
View

বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে বাংলা একাডেমি। একাডেমির গবেষণা উপবিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ জন গবেষকের প্রত্যেককে প্রতি মাসে ৩০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। এছাড়া ৫০ জন প্রাবন্ধিককে মাসিক ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। ১ বছর পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে।  

চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এটি সবার জন্য উন্মুক্ত।

গবেষণা-প্রবন্ধ বৃত্তি: 

গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ জন প্রাবন্ধিকের প্রত্যেককে ২০ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে; 

১. বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক প্রাবন্ধিকের জন্য একজন প্রবন্ধ-তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত থাকবেন;

২. বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিককে অনুমোদনের ৩ মাসের মধ্যে প্রবন্ধ চূড়ান্ত করতে হবে; 

এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তি: 

বিষয়ভিত্তিক গবেষণা সম্পাদনার জন্য ১০ জন গবেষকের প্রত্যেককে মাসিক ৩০ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে;

১. বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক গবেষকের জন্য গবেষণাকালীন একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন;

২. গবেষণা-বৃত্তিপ্রাপ্ত গবেষককে গবেষণাকালীন ১টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে;  

আবেদনের শর্তাবলি: 

১. আবেদনকারীর যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উন্মুক্ত।

২. প্রবন্ধ ও গবেষণা বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে।

৩. সকল প্রকার সম্মানি থেকে বিধি মোতাবেক আয়কর কর্তন করা হবে।

আবেদন করার নিয়ম: 

১. গবেষণা-প্রবন্ধের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সার-সংক্ষেপ ও পদ্ধতির বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

২. এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির ক্ষেত্রে বাংলা একাডেমির প্রদত্ত ছক অনুযায়ী (ওয়েবসাইটে পাওয়া যাবে) আবেদন করতে হবে।

৩. ইমেইল/ডাক/কুরিয়ার/সরাসরি আবেদনপত্রসহ প্রস্তাব জমা দেওয়া যাবে।  

আবেদন জমা দেওয়ার ঠিকানা: 

আবেদনপত্র উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০ বরাবর জমা দিতে পারবেন। অথবা, baresearchgrant@gmail.com ঠিকানায় ই-মেইল করতে পারবেন;

Comments

    Please login to post comment. Login