Posts

কবিতা

শহীদদের স্মরণে কবিতা।

November 17, 2024

ওমর ফারুক আশরাফি

50
View

    অমর
ওমর ফারুক

 
মৃত্যুর পরেও যাদের নাম আছে ইতিহাসে।
        তারাই তো অমর
      তারাই তো জীবিত
 তারাই তো দেশের বীরপুরুষ।
দেশের জন্য যাহারা
বিসর্জন দিয়াছে
তাহাদের কোমল প্রাণখানি
   তারাইতো অমর।
দেশের মাঝে তাহাদের নাম
     এখনও বিদ্যমান।
তাহারা মৃত্যুকে বরণ করিয়া
স্বাধীন করিয়াছে দেশ।
তাহারাই স্বৈরাচারের পতন করিয়াছে।
--------------তারাইতো----------
      অমর,অমর,অমর।
তাহাদের অবদান দেশের মানুষ
       কখনোই ভুলিবে না।
বাঁচিয়া আছে আজও তাহারা,
সবার হৃদযয়ে।।

Comments

    Please login to post comment. Login