পোস্টস

কবিতা

শহীদদের স্মরণে কবিতা।

১৭ নভেম্বর ২০২৪

ওমর ফারুক আশরাফি

    অমর
ওমর ফারুক

 

 
মৃত্যুর পরেও যাদের নাম আছে ইতিহাসে।
        তারাই তো অমর
      তারাই তো জীবিত
 তারাই তো দেশের বীরপুরুষ।
দেশের জন্য যাহারা
বিসর্জন দিয়াছে
তাহাদের কোমল প্রাণখানি
   তারাইতো অমর।
দেশের মাঝে তাহাদের নাম
     এখনও বিদ্যমান।
তাহারা মৃত্যুকে বরণ করিয়া
স্বাধীন করিয়াছে দেশ।
তাহারাই স্বৈরাচারের পতন করিয়াছে।
--------------তারাইতো----------
      অমর,অমর,অমর।
তাহাদের অবদান দেশের মানুষ
       কখনোই ভুলিবে না।
বাঁচিয়া আছে আজও তাহারা,
সবার হৃদযয়ে।।