তুমি ভীত হও এই ভেবে কোনো কম্পন তুলি না
অথচ তুমি ভাবছো আমি নিথর, নিষ্ক্রিয়, নির্জীব!
কী এক গভীর আশ্চর্য কম্পন জমিয়ে রেখেছি
তা তুমি জানোই না; আমি ত জানি
কোনো এক রাঙা প্রভাতে তোমার তলদেশ কাঁপিয়ে
সব চুরমার করে আমি বিদায় নিব- তুমি অপেক্ষা করবে আফটার শকের।
আমার কম্পনের রেশ তোমার মস্তিষ্ক দখল করে রাখবে ঘন্টার পর ঘন্টা অথবা কয়েক দিন, হতে পারে হাজার বছর!
তুমি শোকর আদায় করবে কম্পন শেষ হলে বেঁচে গিয়েছো ভেবে! ততক্ষণে আমি বিদায় নিব তোমার শরীর নামক পৃথিবী থেকে।
জেনে রেখো ভূমিকম্প যেটা চলে যায় আর ফিরে আসে না!