Posts

নিউজ

প্রথমবার কোনো আদিবাসী লেখক পেলেন মেলবোর্ন সাহিত্য পুরস্কার

November 17, 2024

নিউজ ফ্যাক্টরি

অস্ট্রেলিয়ার আদিবাসী লেখক অ্যালেক্সিস রাইট ৬০ হাজার ডলারের মেলবোর্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন। প্রথমবার কোনো আদিবাসী লেখক এই পুরস্কার পেলেন। ৭৩ বছর বয়সী এই লেখককে তার সারাজীবনের সাহিত্য কর্মের জন্য এই পুরস্কার দেওয়া হয়। তিনি লেখালেখির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালে তার লেখা 'কার্পেন্টারিয়া' উপন্যাসটি মাইলস ফ্র্যাঙ্কলিন লিটারারি অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়া ২০১৮ সালে স্মৃতিকথা ‘ট্র্যাকার’ এর জন্য প্রথমবার স্টেলা প্রাইজ পান।     

২০২৪ সালে 'প্রেইসওয়ার্দি’ নামক ৭৩৬ পৃষ্ঠার বিশাল এক উপন্যাসের জন্য তিনি আবার স্টেলা প্রাইজ পান। অস্ট্রেলিয়ার মর্যাদাবান এই সাহিত্য পুরস্কার দুইবার জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি। এর আগে কোনো লেখক দুইবার এই পুরস্কারটি জিততে পারেননি।  

প্রেইসওয়ার্দি রাইটের চতুর্থ উপন্যাস। এটি ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। উত্তর অস্ট্রেলিয়ার একটি কাল্পনিক শহরের পটভূমিতে উপন্যাসটি লিখেছেন তিনি। নিউইয়র্ক টাইমসের বুক রিভিউতে এটিকে সবচেয়ে উচ্চাভিলাষী এবং সফল অস্ট্রেলিয়ান উপন্যাস হিসাবে প্রশংসা করা হয়েছিল।   

গত বছরের সেপ্টেম্বরে এই উপন্যাসের জন্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ফিকশন বুক অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এছাড়া ৬০ হাজার ডলারের মাইলস ফ্র্যাঙ্কলিন লিটারারি অ্যাওয়ার্ড এবং যুক্তরাজ্যের ১০ হাজার পাউন্ডের জেমস টেইট ব্ল্যাক প্রাইজও পান। এছাড়া চলতি বছরের ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছিল এই বইটি।   

ফলে ২০২৪ সালটি তার জন্য একটি অসাধারণ বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ এই বছর তিনি একাধিক সাহিত্য পুরস্কারের মাধ্যমে ২ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছেন। মূলত প্রেইসওয়ার্দি উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারগুলো পেয়েছেন।     

অ্যালেক্সিস রাইট হলেন অস্ট্রেলিয়ার আদিবাসী ওয়ানি জাতির সদস্য। এরা কুইন্সল্যান্ড এবং নর্দান টেরিটরির কার্পেন্টারিয়া উপসাগরের দক্ষিণাঞ্চলে বাস করে। 

উল্লেখ্য, মেলবোর্ন সাহিত্য পুরস্কার প্রতি তিন বছর পর দেওয়া হয়। এই পুরস্কারের মাধ্যমে একজন ভিক্টোরিয়ান লেখককে স্বীকৃতি দেওয়া হয়, যার প্রকাশিত সাহিত্য কর্ম অস্ট্রেলিয়ান সাহিত্য এবং সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছে। অতীতের বিজয়ীদের মধ্যে রয়েছেন ক্রিস্টোস সিওলকাস, অ্যালিসন লেস্টার এবং হেলেন গার্নার। 

সূত্র: দ্য গার্ডিয়ান   

Comments

    Please login to post comment. Login