Posts

কবিতা

আমি মানুষ হবো

November 18, 2024

সুকান্ত সোম

42
View

সবার আগে আমি মানুষ

হঠাৎ একদিন বিকেল বেলা

যখন সাদা মেঘ গুলো হাওয়ায় ভাসতে ছিল

নীল আকাশ উকি দিচ্ছিল তার গভীরতা নিয়ে

সেদিন আমি ইচ্ছে করেই পাখি হয়েছিলাম

দূর থেকে ফসলের সবুজ চোখে মাখবো বলে

বাতাসে কাশবনের দোলায় দুলছিল

চতুর্দশী বালিকা

আমি পাখির চোখে দেখেছিলাম তারে

হারিয়েছিলাম তার কাশবনের সাথে পাল্লা দিয়ে ওড়া দীঘল কালো চুলের ভাজে

সবার আগে আমি মানুষ

আমি একদিন ইচ্ছে করেই বট বৃক্ষ হয়েছিলাম

বুকে লালন করেছিলাম হাজার বছরের দু:খের আগুন

কত শত ঘটনার সাক্ষ্য

তবুও দিয়েছিলাম চৈত্রের দাবদাহে দুদন্ড

ছায়ার তৃপ্তি

পথিকের ক্লান্তির অবসান করেছিলাম

দিয়েছিলাম শ্রান্তির অবকাশ

আমার বড় প্রাপ্তি

পথিকের মুখে শোনা তৃপ্তির শব্দ আহ!

সবার আগে আমি মানুষ

তারপরে সময় যখন এমন

আমার পূর্ণ যৌবন

আমি সেজেছিলাম শিশু

খালি পায়ে, দুর্বা ঘাস মাড়িয়ে আমি

নিশ্চিন্তে শীতের সবুজ শাক জড়িয়ে ধরে

হারিয়ে কল্পনায় বিভরে

বিকেলে এসে মায়ের কাছে দিতাম নিরুপায়ের হাসি,

 পরের দিনে প্রতিজ্ঞা ভঙ্গ করে ছুট পালিয়ে

রক্ষে নেই পন্ডিত মশাইয়ের বেতের ঘা

তবুও কি শান্তি

সবার আগে আমি মানুষ

একদিন কি করে যেন

মস্ত বড় অভিনেতা বনে গেলাম

মঞ্চ দাপিয়ে মঞ্চ কাপিয়ে

প্রেমিকার সামনে দাড়ালাম

সেকি রোমান্টিক দৃশ্য

কেউ কখনো করেনি

নিজের দর্শক নিজেই যখন

মনে মনে

দিয়েছিলাম অজস্র হাত তালি।

আমি বিমোহীত আমি পারি

সবার আগে আমি মানুষ

তারপরেও  সবার আগে আমি মানুষ হবো।

Comments

    Please login to post comment. Login