এই গ্রামে বাস করতে এক অসহায় ব্যক্তি নাম তার চলটু। চলত খুবই চঞ্চল প্রবৃত্তির লোক ছিলেন। কিন্তু সে খুবই দরিদ্র। তার থাকার জায়গা নেই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। সেই তো একদিনের কথা চলটু ক্ষুধা পেটে জঙ্গলের রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখতে পায় রাস্তার পাশে একটি থলে পড়ে আছে। চল্টু থলিটি হাতে নেয় এবং দেখতে পায় থলেতে পাঁচটি পিঠা রয়েছে। চলটু পিঠাগুলো হাতে নিয়ে একটি গাছের পিছে বসে, এবং ছড়া গাইতে শুরু করে-একটি খাব, দুটো খাব
পাঁচটাকে কেন ছেড়ে দেবো৷৷
পাঁচটাকে খেয়ে নেব
ওই সময় রাস্তা দিয়ে পাঁচজন লোক যাচ্ছিলেন তারা চল্টুর কথা শুনে ভয় পেয়ে গেলেন। এতটাই ভয় পেল যে চল্টু গাছের পিছে আছে সেটা তারা খেয়াল করেনি। তারা বলতে লাগলো আমাদের খেও না খেওনা আমাদের ছেড়ে দাও। চলটু তাদের কথা শুনে বুঝতে পারল তারা তাকে দেখতে পাইনি। তাই সে বুদ্ধি খাটিয়ে বলতে লাগলো আমি তোমাদের খাব না যদি তোমরা তোমাদের কাছে যা আছে তা আমাকে দিয়ে দাও।তখন সেই পাঁচ ব্যক্তি তাদের প্রাণ বাঁচানোর জন্য তাদের কাছে থাকা সমস্ত টাকা সেখানে রেখে দেয়। তখন চল্টু বলে যাও তোমাদের ছেড়ে দিলাম তা শুনে লোকগুলো সেখান থেকে পালায়। চল্টু টাকাগুলো নিয়ে গ্রামে ফিরে আসে। এবং সুখে শান্তিতে বসবাস করে। আল্লহ হাফেজ