Posts

নিউজ

গোল্ডস্মিথস প্রাইজ পেলেন র‍্যাচেল কাস্ক

November 18, 2024

নিউজ ফ্যাক্টরি

ব্রিটিশ উপন্যাসিক র‍্যাচেল কাস্ক ২০২৪ সালের গোল্ডস্মিথস প্রাইজ জিতেছেন। ৬ নভেম্বর লন্ডনের ফয়েলেস বুকশপে একটি অনুষ্ঠানের মাধ্যমে গোল্ডস্মিথস প্রাইজ বিজয়ী হিসেবে কাস্কের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ হাজার পাউন্ড।  

'প্যারেড' উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান। এটি তার লেখা দ্বাদশ উপনাস। বইটি চলতি বছরের জুন মাসে প্রকাশিত হয়। শিল্প, পরিবার, নৈতিকতা, লিঙ্গকে কেন্দ্র করে এটি লেখা হয়েছে। এই উপন্যাসে কয়েকজন শিল্পীর অতীতের ভুলের শাস্তি হিসেবে বর্তমানের অস্থির সম্পর্ক এবং শৈশবের কাহিনী বর্ণনা করা হয়েছে। 

গোল্ডস্মিথস প্রাইজের বিচারক প্যানলের প্রধান অ্যাবিগেল শিন বলেছেন, র‍্যাচেল কাস্কের প্যারেড শিল্পীদের জীবনের ঘটনাবলী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমাদের বিকল্পের শক্তি এবং সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে। সমালোচকরা বলেছেন, এই বইয়ে মানব চরিত্র প্রতিফলিত হয়েছে।        

৫৭ বছর বয়সী এ লেখক এর আগে ৩ বার গোল্ডস্মিথস প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন। কিন্তু কোনোবারই বিজয়ী হতে পারেননি। তার লেখা উপন্যাস ‘আউটলাইন’, ‘ট্রানজিট’ এবং ‘কুডোস’ ব্রিটিশ এই পুরস্কারের চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছিল।   

এদিকে ২০২৪ সালের গোল্ডস্মিথস প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল মার্ক বোলসের ‘অল মাই প্রেশাস ম্যাডনেস’, জোনাথন বাকলির ‘টেল’, নীল মুখার্জির ‘চয়েস’, লারা পাওসনের ‘স্পেন্ট লাইট’ এবং হ্যান স্মিথের ‘পোর্ট্রেটস অ্যাট দ্য প্যালেস অব ক্রিয়েটিভিটি অ্যান্ড রেকিং’। 

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে গোল্ডস্মিথস প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে আইমার ম্যাকব্রাইড, লুসি এলম্যান, ইসাবেল ওয়াইডনার ব্রিটিশ এই সাহিত্য পুরস্কার পেয়েছেন।  

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login