প্রথম দেখায় হয়েছি মুগ্ধ
চোখ থাকতে এখন আমি অন্ধ
একটু করে যদি পাই
তোমার মনে ঠাই
রাখবো তোমায় যত্নে
আমায় রেখো স্মরণে
চাওয়া পাওয়া করব পূরণ
আমায় তুমি কইরো বরন
মিথ্যে অভিনয় নয়
ভালোবাসা দিয়ে করব জয়
তবুও যদি না হয়
একলা প্ররান সয়
একতরফা ভালোবাসা হবেই হবে জয় !
This is a premium post.